Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১. পাহাড়ী তুলা চাষীদেরকে কিনা মূল্যে তুলা বীজ বিতরন।

২. সমভূমির তুলা চাষীদেরকে নগদে তুলা বীজ বিতরন।

৩. পাহাড়ী  ও সমভূমির তুলার চাষ সম্প্রসারন।

৪. তুলা চাষ বৃদ্ধির লক্ষে প্রতি বৎসর প্রদশনী ও মান সম্পন্ন প্রদশনীর চাষীদেরকে প্রশিক্ষন প্রদান।

৫. পাহাড়ী ও সমভূমির তুলার চাষ বৃদ্দির লক্ষে প্রদশনী ও মান সম্পন্ন প্রদশনী প্লট স্থাপন।

৬. সরকারী নিধারিত মূল্যে তুলা ক্রয় করা।

৭. প্রদশনীর  তুলা চাষীদেরকে বিনামূল্যে সার, কীটনাশক ও তুলা বীজ প্রদান।

৮. সমভূমির তুলা চাষীদেরকে বিভাগীয় ঋন প্রদান।

৯. তুলা চাষীদেরকে প্রয়োজনে ব্যাংক ঋন পেতে সহায়তা করা।