১। তুলা চাষের জন্য চাষীদের উদুদ্ধ করা এবং তুলার ফলন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নত চাষীদের নিকট হস্তান্তরের জন্য সম্প্রসারন কার্যক্রম পরিচালনা।
২। তুলা চাষী এবং মাঠ কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান।
৩। আধুনিক প্রযুক্তি চাষীদের হাতেকলমে শিক্ষাাদনের জন্য প্রদর্শনী ক্ষেত্র স্থাপন এবং তুলা চাষের উন্নত প্রযুক্তি যথাযথ ব্যবহারে চাষীদের সহায়তা প্রদানের জন্য নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শ দান।
৪। চুক্তিবদ্ধ/তালিকাভুক্ত চাষীদের মাধ্যমে প্রত্যায়িত মানের মানসম্পন্ন তুলাবীজ উৎপাদন।
৫। চাষীদের উন্নত মানের তুলাবীজ সরবরাহ নিশ্চিত করা এবং তুলাচাষীদের ঋন ও অন্যান্য উপকরন প্রাপ্তিতে সহায়তা প্রদান।
৬। চুক্তিবদ্ধ/নির্বাচিত চাষীদের উৎপাদিত প্রত্যায়িত মানের/মানসম্পন্ন বীজতুলা ক্রয় এবং সাধারন তুলাচাষীদের উৎপাদিত বীজতুলা বাজারজাত করনের সহায়তা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস